সুরা এখলাস হচ্ছে পবিত্র কোরআনের অন্যতম একটি ছোট সুরা। এর আয়াত সংখ্যা মাত্র ৪টি।
এই সুরাটি আছে বিস্ময়কর ভারসাম্য বা balance, symmetry!
আমরা দেখব কিভাবে সুরা এখলাসে এই ব্যালান্স মেইটেইন করা হয়েছে—
এতে আরবী শব্দ সংখ্যা ১৫টি। প্রথমে ৭টি শব্দ, শেষে ৭ টি শব্দ, মাঝখানে একটি শব্দ , অর্থাৎ ব্যালান্স!
আবার, প্রথম ৭ শব্দে অক্ষর সংখ্যা ২২টি শেষ ৭ শব্দেও অক্ষর সংখ্যা ২২টি! আবারো ব্যালান্স!
মাঝের শব্দে আছে তিনটি অক্ষর। একদম মাঝের অক্ষরটি হচ্ছে ‘লাম’ ل। ل হচ্ছে আরবি বর্ণমালার ২৩ তম হরফ আর ‘লাম’ ل হরফটির আগেও ২৩টি আবার পরেও ঠিক ২৩ হরফ আছে! অর্থাৎ ব্যালান্স!
আরেকটা ব্যালান্স আছে! সেটি হচ্ছে সুরা প্রথমে আর শেষে আল্লাহর একত্ববাদ বা ওয়াহদানিয়াতের কথা বলা হয়েছে, এবং প্রথমে-শেষে ‘আহাদ’ বাক্যটি আছে। প্রথম আয়াতের শেষে ‘আহাদ’ শব্দ আবার শেষ আয়াতের শেষেও ‘আহাদ’ শব্দ আছে।
সূরার মাঝখানে আছে জন্ম নেয়া বা জন্ম দেয়ার কথা যেগুলো আসলে মানুষের বৈশিষ্ট্য। তার মানে সুরা দুই পাশে আল্লাহর বৈশিষ্ট আর মাঝখানে মানুষের বৈশিষ্ট।
কিন্তু মাঝঝানে কেন ২৩? ২৩ সংখ্যাটির গুরুত্ব হচ্ছে মানুষের ক্রোমোজোম সংখ্যা ২৩ জোড়া, আর সুরা মাঝখানটিতে কিন্তু মানুষের জন্ম নেয়া-দেয়ার গুনাগুনের কথাই বলা হয়েছে।