রহস্য-১
পবিত্র কোরআনের ৯৬ নংসূরার নাম ‘আলাক’। এই সূরার প্রথম কয়েকটি আয়াত হচ্ছে কোরআনের সর্বপ্রথম অবতীর্ণ হওয়া বাক্য। সেখানে বলা হয়েছে মানুষকে সৃষ্টি করা হয়েছে علق (আলাক) থেকে। সূরা আলাকে লুকিয়ে থাকা রহস্য
اِقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِىْ خَلَقَ ০
خَلَقَ الْاِنسَانَ مِنْ عَلَقٍ ০
অর্থ: পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন মানুষকে ‘আলাক’ থেকে।
এই ‘আলাক’ শব্দের মধ্যেই লুকিয়ে আছে আসল রহস্য। অধিকাংশ কোরআনে আলাক শব্দের অর্থ করা হয়েছে ‘জমাট বদ্ধ রক্ত’ হিসেবে। কিন্তু আমরা যদি আরবি থেকে ইংরেজী ডিকশনারি দেখি তাহলে কোরআনের علق (আলাক) শব্দটির কয়েকটি অর্থ পাওয়া যায়। একটি হচ্ছে কোন ঝুলন্ত/লেগে থাকা/সংযুক্ত বস্তু¯ (Hanging, suspended)। এবং আরেকটি অর্থ হচ্ছে জোঁকের মত (Leech like)।
মজার ব্যাপার হচ্ছে এম্ব্রায়োলজী বইতে মানুষের ভ্রণের যে ছবি দেওয়া আছে তাতে দেখা যায় প্রাথমিক মানব ভ্রণ গর্ভাশয়ের দেয়ালের সাথে লেগে থাকে (Hanging) এবং পরবর্তীতে সেটা ধীরে ধীরে জোঁকের মত আকৃতি ধারন করে। তাছাড়া ভ্রণ সবসময়ই মায়ের জরায়ূর দেয়ালের সাথে নাড়ির (Umbilical cord) মাধ্যমে ঝুলন্ত অবস্থায় থাকে।
অর্থাৎ কোরআনের ‘আলাক’ শব্দটি একটি রহস্যময় শব্দ। যে শব্দে মানুষের ভ্রণের আকার এবং আকৃতি সম্পর্কে ধারনা দেয়া হয়েছে। আর ভ্রণের প্রাথমিক পর্যায়ের আকৃতি সম্পর্কে ধারনা পেতে শক্তিশালী মাইক্রোস্কোপের প্রয়োজন এবং এমন তথ্য কোনভাবেই ১৪০০ বছর আগে মানুষের জানার কথা নয়।
রহস্য-২
সূরা আলাকে অত্যন্ত বিস্ময়করভাবে মানুষের ক্রোমোজোম সংখ্যার সাথে মিল রেখে ‘মানুষ’ বা আল-ইনসান শব্দটিকে এই সূরার বিভিন্ন আয়াতে স্থাপন করা হয়েছে। সূরা আলাকের ২য়, ৫ম এবং ৬ষ্ঠ আয়াতে ‘মানুষ’ বা ٱلۡإِنسَـٰنَ (আল ইনসান) শব্দটি আছে।
আমরা যদি প্রথম আয়াতের প্রথম থেকে অক্ষর গণনা করি তাহলে দেখব ২য় আয়াতের ٱلۡإِنسَـٰنَ বা ‘মানুষ’ শব্দের সাথে ২৩ সংখ্যাটি পাওয়া যায়।
আবার আমরা যদি ২য় আয়াতের প্রথম থেকে অক্ষর গণনা করি তাহলে দেখব ৫ম আয়াতের ‘মানুষ’ বা ٱلۡإِنسَـٰنَ শব্দের সাথে ৪৬ সংখ্যাটি আছে।
মজার ব্যাপার হচ্ছে, যদি ৫ম আয়াতের প্রথম থেকে অক্ষর গণনা করি তাহলে দেখব ৬ষ্ঠ আয়াতের ‘মানুষ’ বা ٱلۡإِنسَـٰنَ শব্দের প্রথম হরফ ঠিক ২৩ তম স্থানে আছে।
অর্থ: পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন । সৃষ্টি করেছেন মানুষকে জমাট আলাক থেকে। পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু। যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন; শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। সত্যি সত্যি মানুষ সীমালংঘন করে, [সূরা আলাক ৯৬ : ১-৬]।
আমরা দেখতে পাচ্ছি বার বার ২৩ এবং ৪৬ সংখ্যা দুটি ‘মানুষ’ শব্দের সাথে সম্পর্কযুক্ত হচ্ছে এবং কোরআনের সর্বপ্রথম অবতীর্ণ প্রথম কয়েকটি আয়াতের মধ্যে মানুষের ক্রোমোজোম সংখ্যার একটি প্রচ্ছন্ন ইংগিত রয়েছে।