মাতৃগর্ভের তিনটি অন্ধকার

সুরা যুমারের ৬নং আয়াতে বলা হয়েছে-

خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ ثُمَّ جَعَلَ مِنْهَا زَوْجَهَا وَأَنزَلَ لَكُم مِّنْ الْأَنْعَامِ ثَمَانِيَةَ أَزْوَاجٍ يَخْلُقُكُمْ فِي بُطُونِ أُمَّهَاتِكُمْ خَلْقًا مِن بَعْدِ خَلْقٍ فِي ظُلُمَاتٍ ثَلَاثٍ ذَلِكُمُ اللَّهُ رَبُّكُمْ لَهُ الْمُلْكُ لَا إِلَهَ إِلَّا هُوَ فَأَنَّى تُصْرَفُونَ

 

তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে একই ব্যক্তি থেকে। অতঃপর তা থেকে তার যুগল সৃষ্টি করেছেন এবং তিনি তোমাদের জন্যে আট প্রকার চতুষ্পদ জন্তু অবতীর্ণ করেছেন। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের মাতৃগর্ভে পর্যায়ক্রমে একের পর এক ত্রিবিধ অন্ধকারে তিনি আল্লাহ তোমাদের পালনকর্তা, সাম্রাজ্য তাঁরই। তিনি ব্যতীত কোন উপাস্য নেই। অতএব, তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ? [ সুরা যুমার ৩৯:৬ ]

সূরা যুমারের ৬নং আয়াতে খুব ভাবে আল্লাহ বলছেন মানুষকে তিনি তিনটি অন্ধকারের মাঝে পর্যায়ক্রমে তৈরী করেছেন।

কথা হচ্ছে এই তিনটি অন্ধকার আসলে কি? এই তিনটি অন্ধকার কথাটি আসলে মায়ের পেটের তিনটি প্রধান আবরণের দিকে ইঙ্গিত করছে। আমরা জানি মায়ের পেটের মধ্যে মূলতঃ তিনটি আবরণের মধ্যে শিশু সুরক্ষিত অবস্থায় থাকে। প্রথমটি হচ্ছে মায়ের পেটের দেয়াল( Abdominal wall), দ্বিতীয় গর্ভাধার বা জরায়ূ(Uterus), তৃতীয় হচ্ছে শিশুকে ঘিরে থাকা এমনোয়িটিক ফ্লুয়িড বা পানির আবরণ (Amniotic fluid)। শিশুর চারদিকে ঘিরে থাকা এই তিনটি আবরণ শিশুকে রক্ষা করে তার জন্ম হওয়া পর্যন্ত। এমনোয়িটিক ফ্লুয়িড বা পানির আবরণের ভেতরে শিশু ভাসমান অবস্থায় থাকে এবং মায়ের পেটের ভেতরে একট গুরুত্বপুর্ন প্রটেকটিভ লেয়ার হিসেবে কাজ করে। আর আমি আগেও বলেছি আলাক শব্দের মানে হচ্ছে ঝুলন্ত বা ভাসমান। দেখা গেছে শিশু ভাসমান অবস্থায় থাকে বলেই তার হাত, পা ও অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ সঠিক ভাবে বিকাশ লাভ করতে পারে। কোরান অবতীর্ন হবার সময়টাতে মানুষের এই এনাটমিক্যাল নলেজ থাকার কথা নয়। আর নবী মুহাম্মদ (সা) কোন চিকিৎসা বিজ্ঞানী ছিলেন না। তাই অন্যান্য অনেক মিরাকলের মত সূরা যূমারের এই আয়াতটিও বিশ্ময়কর।

মাতৃ গর্ভে ত্রিবিধ অন্ধকার
মাতৃ গর্ভে ত্রিবিধ অন্ধকার।  মূল লেয়ার গুলো দেখা যাচ্ছে- ১। মায়ের পেটের দেয়াল ২।জরায়ূর আবরণ, ৩। এমনিয়টিক ফ্লুয়িড।

2 thoughts on “মাতৃগর্ভের তিনটি অন্ধকার

    1. আসসালামু আলাইকুম
      এই পেইজের লিখাগুলো বই আকারে পাওয়া যায়
      বইটির নাম -রহস্যময় কোরআন’
      রকমারি কম এবং ওয়াফিলাইফে পাওয়া যাচ্ছে। নীচের লিংকে অর্ডার করতে পারবেন
      https://www.wafilife.com/shop/books/rohossomoy-quran/

      ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »