আমরা জানি পানির মলিকিউলার ওয়েট বা আণবিক ওজন প্রায় ১৮। পানির মলিকিউল কুরআনেকুরআনে লুকিয়ে থাকা কোড
কুরআনে অসংখ্য বৈজ্ঞানিক তথ্যের দিকে কোডের আকারে ইংগিত করা হয়েছে। আজকে আমরা দেখব বিস্ময়করভাবে কুরআনে চারটি আয়াতে পানির মলিকিউল ওয়েট বা আণবিক ওজন ১৮ এ তথ্যের দিকে ইংগিত করা হয়েছে , আয়াতগুলো হচ্ছে–
=সূরা আন নাহল আয়াত ৬৫
=সূরা যুখরুফ আয়াত ১১
=সূরা নূর আয়াত ৪৫
=সূরা সাজদাহ আয়াত ৮
আমরা যদি অক্ষর সংখ্যা গনণা করি তাহলে দেখব ‘পানি’ (مَاء) শব্দটির সাথে ১৮ সংখ্যার সংযোগ খুঁজে পাওয়া যাচ্ছে বার বার।
আরবিতে পানি শব্দটিকে مَاء দিয়ে প্রকাশ করা হয়।
আরও বিস্ময়কর ব্যাপার হচ্ছে এই চারটা আয়াতেই পানিকে জীবনের উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে।
=সূরা আন নাহল আয়াত ১৬ঃ৬৫ “পানি” বা শব্দটির প্রথম অক্ষর ঠিক ১৮ তম স্থানে আছে।
=সূরা যুখরুফ আয়াত ৪৩ঃ১১ “পানি” বা শব্দটির মধ্যে ১৮ সংখ্যাটি আছে।
=সূরা নুর আয়াত ২৪ঃ৪৫ “পানি” বা শব্দটির দ্বিতীয় অক্ষর ১৮ তম স্থানে আছে।
=সূরা সাজদা আয়াত ৩২ঃ৮ “পানি” বা শব্দটির প্রথম অক্ষর ঠিক ১৮ তম স্থানে আছে!
অর্থাৎ চারটি আয়াতেই ‘পানি’ শব্দের সাথে ১৮ সংখ্যার সংযোগ খুঁজে পাওয়া যাচ্ছে।
কেউ যদি মনে করেন এমনটা নিতান্ত কাকতলিয়ভাবে ঘটেছে, তবে সেটি তার নিজের সিদ্ধান্ত।
তবে আমার মতে কুরআনের অসংখ্য মুজিযার মত এটিও একটি মুজিযা।
। —————————————————————————————————।
। —————————————————————————————————।