সুরা কিয়ামাতের ৩ ও ৪ নং আয়াতে মহান আল্লাহ বলেন-
أَيَحْسَبُ الْإِنسَانُ أَلَّن نَجْمَعَ عِظَامَهُ
بَلَى قَادِرِينَ عَلَى أَن نُّسَوِّيَ بَنَانَهُ
মানুষ কি ধারণা করে যে, আমি তার হাড়সমূহ একত্র করতে পারব না ? (৭৫:৩)
কেন নয়, আমি তার আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত যথাযথভাবে ঠিক করে দিতে সক্ষম। (৭৫:৪)
আরবীতে بَنَان ‘বানানা’ সব্দের অর্থ অঙ্গুলির অগ্রভাগ, (finger, finger-top)। আল্লাহ চাইলে তো এভাবে বলতে পারতেন- কিয়ামতের দিন আমি তোমাদের চোখ, কান, হাত, পা যথাযথভাবে আবারো তৈরী করব। কিন্তু তা না বলে আল্লাহ কেন আমাদের আঙ্গুলের অগ্রভাগের কথা বললেন?
রহস্যটা এখানেই।
ছবিঃ এরাবিক ডিকশনারি অনুযায়ী بَنَان শব্দের অর্থ অঙ্গুলির অগ্রভাগ
আমাদের আঙ্গুলের অগ্রভাগের একটা গুরুত্বপুর্ন বিষয় হচ্ছে ফিংগারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ। এই আঙ্গুলের ছাপ সারা পৃথিবীতে মানুষের পরিচয় বা আইডেন্টিটি বহন করে। ১৮৯২ সালে ইংল্যান্ডে স্যার ফ্রান্সিস গোল্ট আবিষ্কার করেন যে পৃথিবীতে এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না যার আঙ্গুলে ছাপ অন্য কোনো ব্যক্তির সাথে হুবহু মিলে যাবে। তাই বিভিন্ন দলিল-দস্তাবেজ, আইডি কার্ড, অফিস-আদালতের হাজিরা থেকে শুরু করে অপরাধী ধরতেও আঙ্গুলে ছাপ গুরুত্বপুর্ন ভূমিকা পালন করে।
কিয়ামতের দিন আল্লাহ প্রতিটা মানুষকে এতটাই নিখুঁতভাবে তৈরী করবেন যে সেদিন তার আঙ্গুলের অগ্রভাগ অর্থাৎ আঙ্গুলের ছাপ পর্যন্ত অবিকল সেভাবেই থাকবে যেরকম ছিল পৃথিবীতে। এখানে যে তথ্যটা উপস্থাপন করা হয়েছে তা সত্যিই মিরাকুলাস।