২৪ ক্যারেট স্বর্ণ হচ্ছে সবচেয়ে খাঁটি সোনা। এর ৯৯.৯% ই সোনা।
পবিত্র কোরআনের সূরা আল -ইমরানের দুইটি আয়াতে স্বর্ণের কথা উল্লেখ করা হয়েছে। আয়াত ১৪ এবং আয়াত ৯১। আর এই আয়াত দুইটিতে ২৪ ক্যারেট স্বর্ণের তথ্যটি ইংগিত করা হয়েছে–
১। ১৪ নাম্বার আয়াতে শব্দের সংখ্যা ২৪টি।
২। ৯১ নাম্বার আয়াতেও শব্দ সংখ্যা ২৪টি!
৩। এবং নাম্বার আয়াতে ‘স্বর্ণ’ বা ذَهَبًا শব্দের প্রথম অক্ষর ২৪+২৪=৪৮ তম স্থানে আছে!
ছবিঃ সূরা আল-ইমরানের ১৪ নাম্বার আয়াতে স্বর্ণের কথা উল্লেখ করা হয়েছে। বিস্ময়কর ভাবে এই আয়াতে শব্দ সংখ্যা ২৪টি!
সূরা আল- ইমরানের ৯১ নাম্বার আয়াতেও স্বর্ণের কথা উল্লেখ করা হয়েছে। আর মজার ব্যাপার হচ্ছে এই আয়াতেও শব্দ সংখ্যা মোট ২৪টি!
إِنَّ الَّذِينَ كَفَرُواْ وَمَاتُواْ وَهُمْ كُفَّارٌ فَلَن يُقْبَلَ مِنْ أَحَدِهِم مِّلْءُ الأرْضِ ذَهَبًا وَلَوِ افْتَدَى بِهِ أُوْلَـئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ وَمَا لَهُم مِّن نَّاصِرِينَ
যদি সারা পৃথিবী পরিমাণ স্বর্ণও তার পরিবর্তে দেয়া হয়, তবুও যারা কাফের হয়েছে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের তওবা কবুল করা হবে না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব! পক্ষান্তরে তাদের কোনই সাহায্যকারী নেই। [ সুরা ইমরান ৩:৯১ ]

ছবিঃ আল-ইমরানের ৯১নং আয়াতে শব্দ সংখ্যা ২৪টি।
স্বর্ণের ২৪ ক্যারেটের দিকে কোরআনে ইংগিত করার ব্যাপারটি যে নিতান্ত কাকতলীয় নয় তার আরও প্রমাণ পাওয়া যাবে ৯১ নম্বর আয়াতে কারন আমরা যদি এই আয়াতের প্রথম থেকে অক্ষর সংখ্যা গনণা করি তাহলে দেখবে ‘স্বর্ণ’ বা ذَهَبًا শব্দটির প্রথম অক্ষর আয়াতের শুরু থেকে ঠিক ৪৮তম স্থানে আছে, আর ৪৮=২৪+২৪।
অর্থাৎ তৃতীয় বারের মত ২৪ সংখ্যাটির সাথে ‘স্বর্ণে’ শব্দটির সংযোগ খুঁজে পাওয়া যাচ্ছে।

ছবিঃ ৯১ নম্বর আয়াতে ‘স্বর্ণ’ শব্দটি পর্যন্ত ২৪+২৪=৪৮ টি অক্ষর আছে!
ফেসবুক লিংক–