সুরা তারিকের ৫-৭ নং আয়াতে মহান আল্লাহ বলেন (৮৫: ৫-৭)-
فَلْيَنظُرِ الْإِنسَانُ مِمَّ خُلِقَ
خُلِقَ مِن مَّاء دَافِقٍ
يَخْرُجُ مِن بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ
অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে। সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে। এটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে। (৮৫:৫-৭)
কোরানে আল্লাহ খুব অদ্ভত ভাবে বলছেন মানুষ সৃষ্টি হয়েছে সবেগে স্খলিত পানি বা বীর্য থেকে, যা নির্গত হয় মেরুদন্ড আর বক্ষপাজরের মধ্য থেকে। খুব মাথা খাটিয়ে চিন্তা করলেই বুঝতে পারব আল্লাহ আসলে কি বলতে চাইছেন। মানুষের মেরুদন্ড আর বক্ষপাজরের মধ্য যে স্ট্রাকচারটি থাকে তা হচ্ছে স্পাইনাল কর্ড। আর আলোচ্য আয়াতে মানুষের বীর্যস্খলন প্রক্রিয়ার কথা বলা হচ্ছে, যাকে ইংরেজীতে বলে Ejaculation. অবাক হবার মত বিষয় হচ্ছে মানুষের বীর্যস্খলন বা Ejaculation প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত হয় স্পাইনাল কর্ড থেকে। আমাদের বীর্য কিন্তু তৈরী হয় বীর্যথলিতে বা Testis এ, কিন্তু বির্যস্খলন বা Ejaculation প্রক্রিয়ার পেছনে কাজ করে Sympathetic এবং Parasympathetic সিস্টেম, যাদের অবস্থান স্পাইনাল কর্ডে। Parasympathetic innervation আমাদের লিংগ বা পেনিসকে উত্থিত করে। কিন্তু Sympathetic innervation আমাদের বির্যস্খলন বা Ejaculation প্রক্রিয়াকে পুরাপুরি নিয়ন্ত্রণ করে। সবচেয়ে অবাক হওয়ার মত বিষয় হচ্ছে Sympathetic innervation আমাদের স্পাইনাল কর্ডের T11–L2 level এ থাকে যা সম্পুর্নভাবে বক্ষপাজর এবং মেরুদন্ডের মাঝামাঝি একটি স্থান।
মোটকথা মানুষের বীর্য তৈরী হয় বীর্যথলি বা Testis এ, কিন্তু বীর্যস্খলন বা Ejaculation প্রক্রিয়াটির মূল কেন্দ্র বা নিয়ন্ত্রণ প্রক্রিয়াটি থাকে স্পাইনাল কর্ডে। আর স্পাইনাল কর্ডের অবস্থান মেরুদন্ড আর বক্ষপাজরের মাঝামাঝি স্থানে। পবিত্র কোরআনে অতন্ত বিস্ময়করভাবে এই বীর্যস্খলন প্রক্রিয়াটির দিকেই দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি জার্নালে প্রকাশিত গবেষণায় এভাবে বলা হয়েছে-
The sympathetic innervation exits the spinal cord at T11–L2 level and reaches the penis via the inferior mesenteric, hypogastric, and pelvic plexuses. It is responsible for the emission and ejaculation through coordinated contractions of the vas deferens, ampulla, seminal vesicles, prostate, and the bladder neck.
লিংক–
Spinal cord control of ejaculation
https://academic.oup.com/edrv/article/22/3/342/2424001
সত্য উম্মোচন মাশাআল্লাহ্
চমৎকার লিখেছেন
সংশয় বাদীদের যদি কিছুটা বোধ হয়!