কোরআনের ভবিষ্যৎবাণী। ইহুদী-খৃষ্টান এলায়েন্স বা বন্ধুত্ব ও জায়োনিজম (Zionism)।

কোরআনের ভবিষ্যৎবাণী। ইহুদী-খৃষ্টান এলায়েন্স বা বন্ধুত্ব ও জায়োনিজম (Zionism)
“হে মুমিনগণ, ইয়াহূদী ও নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। আর তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, সে নিশ্চয় তাদেরই একজন। নিশ্চয় আল্লাহ যালিম কওমকে হিদায়াত দেন না। ” [সূরা মায়েদা ৫১]
মধ্যপ্রাচ্যের দুঃস্বপ্নের নাম হচ্ছে ইসরায়েল। ১৯৪৮ সালে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পৃষ্ঠপোষকতায় জবরদস্তিমূলকভাবে ফিলিস্তিনি ভূখণ্ডে আত্মপ্রকাশ করে জায়োনিস্ট রাষ্ট্র ইসরায়েল। বলা বাহুল্য এই অবৈধ রাষ্ট্রটি গঠনের পেছনের মূল শক্তিটি হচ্ছে ইহুদী-খৃষ্টান এলায়েন্স বা বন্ধুত্ব। যার আরেক নাম জায়োনিজম (Zionism)।
বিস্ময়কর ব্যাপার হচ্ছে পবিত্র কোরআনের সূরা মায়েদার ৫১নাম্বার আয়াতে ১৪০০ বছর আগেই ইহুদী-খৃষ্টান এলায়েন্স সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে।
ইহূদী, খৃষ্টান, জায়োনিজম
এই আয়াতের সত্যতা আজকে আমরা নিজের চোখেই দেখতে পাচ্ছি!!

2 thoughts on “কোরআনের ভবিষ্যৎবাণী। ইহুদী-খৃষ্টান এলায়েন্স বা বন্ধুত্ব ও জায়োনিজম (Zionism)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »