প্রত্যেক নারীর জন্য মাসিক বা ঋতুচক্র একটি স্বাভাবিক হরমোন ঘটিত ব্যাপার। প্রাপ্ত বয়স্ক নারীর সাধারণত ৮/৯ বছর বয়স থেকে শুরু করে ৫০/৬০ বছর বয়স পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে।
সুরা বাকারার ২২২ নাম্বার আয়াতে মাসিকের অবস্থাকে Impurity বা অপবিত্রতা বা অপরিচ্ছন্নতা বলে ঘোষণা করা হয়েছে এবং মাসিকের সময় স্ত্রীর সাথে যৌনমিলন নিষিদ্ধ করা হয়েছে–
আর তোমার কাছে জিজ্ঞেস করে হায়েয (ঋতু) সম্পর্কে। বলে দাও, এটা আপবিত্রতা। কাজেই তোমরা হায়েয অবস্থায় স্ত্রীগমন থেকে বিরত থাক। তখন পর্যন্ত তাদের নিকটবর্তী হবে না, যতক্ষণ না তারা পবিত্র হয়ে যায়। যখন উত্তম রূপে পরিশুদ্ধ হয়ে যাবে, তখন গমন কর তাদের কাছে, যেভাবে আল্লাহ তোমাদেরকে হুকুম দিয়েছেন। [সুরা বাকারা – ২:২২২]
মেডিকেল সাইন্সের তথ্য অনুযায়ী মাসিকের সময় যৌন মিলন অস্বাস্থ্যকর এবং বিভিন্ন রোগের কারন। এ সময়ে জরায়ূর অভ্যন্তরীণ দেয়াল (Endometrium) ক্ষয় হতে থাকে এবং সেখান থেকে রক্ত প্রবাহিত হতে থাকে। অনেকের মাসিকে সময় পেটে ব্যাথা অনুভূত হয়ে থাকে।
গবেষণায় দেখা গেছে মাসিকের সময় যৌন মিলনের কারনে মূলতঃ দুই ধরনের সমস্যা হয়ে থাকে-
১। যৌনাংগে ইনফেকশন ( Bacterial vaginosis)
২। সেক্সয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন ( Sexually transmitted infection- STI)
বিভিন্ন ধরনের সেক্সয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন হচ্ছে–
- Chlamydia
- Genital Warts
- Gonorrhea
- Hepatitis B
- Herpes
- HIV
- Human papillomavirus (HPV)
- Molluscum contagiosum
- Syphilis
- Trichomoniasis.
- Pubic lice
ছবিঃ হরমোনের প্রভাবে নারীদের স্বাভাবিক নিয়মে ঋতুচক্র হয়ে থাকে।
মাসিকের সময় যৌন মিলনের কারনে পুরুষের যৌনাংগে ছত্রাক জনিত প্রদাহ হতে পারে, যাকে ইংরেজীতে বলে Balanitis.
এক কথায় নারীদের জন্য মাসিক বা ঋতুচক্র একটি স্বাভাবিক হরমোন ঘটিত ব্যাপার, কিন্তু এ সময়ে যৌন ক্রিয়া (Vaginal sex) অত্যন্ত অস্বাস্থ্যকর ।
বিস্ময়করভাবে ১৪০০ বছর আগেই কুরআনে মাসিকের সময় যৌন মিলনকে অস্বাস্থ্যকর ঘোষণা দেয়া হয়েছে, যার সাথে মেডিকেল সাইন্সের গবেষণা পুরোপুরি মিলে যায়।
তথ্যসূত্র:
https://www.medicalnewstoday.com/articles/321667#can-you-get-pregnant
Wow