গাণিতিক কুরআন – কুরআনের জোড় বিজোড় সূরার বিস্ময়কর ব্যালান্স!
পবিত্র কুরআনের প্রত্যেকটি সূরার নির্দিষ্ট আয়াত সংখ্যা এবং নির্দিষ্ট সিরিয়াল নাম্বার আছে। কুরআনের সূরাগুলোর এই আয়াত সংখ্যা আর তাদের ক্রম নাম্বার কি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত? মহান আল্লাহ বলেন–
إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ
আমি স্বয়ং এ উপদেশ গ্রন্থ অবতারণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক।
[সুরা হিজর – ১৫:৯]
কুরআনের সূরাগুলোর আয়াত সংখ্যা এবং তাদের সিরিয়াল নাম্বার যে মহান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তার গাণিতিক প্রমাণ কিন্তু খুঁজে পাওয়া যায়। সূরাগুলোর নাম্বার আর তাদের সিরিয়ালের মধ্যে বিস্ময়কর একটি ব্যালান্স খুঁজে পাওয়া যায়। আমরা দেখব সেটি কিভাবে— গাণিতিক কুরআন
পবিত্র কুরআনে সূরার সংখ্যা মোট ১১৪ টি।
এর মধ্যে জোড় আয়াত সংখ্যা বিশিষ্ট সূরার সংখ্যা ৬০টি
এবং বেজোড় আয়াত সংখ্যা বিশিষ্ট সূরার সংখ্যা ৫৪টি
জোড় আয়াত সংখ্যা বিশিষ্ট ৬০টি সূরার মধ্যে ৩০টি সূরার সিরিয়াল নাম্বার জোড় এবং ৩০টি সূরার সিরিয়াল নাম্বার বেজোড় সংখ্যার
। অর্থাৎ এখানে Symmetry বা ব্যালান্স খুঁজে পাওয়া যাচ্ছে।
আবার বেজোড় আয়াত সংখ্যা বিশিষ্ট ৫৪টি সূরার মধ্যে ২৭টি সূরার সিরিয়াল নাম্বার জোড় সংখ্যার এবং ২৭টি সূরার সিরিয়াল নাম্বার বেজোড় সংখ্যার। অর্থাৎ আবারও Symmetry বা ব্যালান্স খুঁজে পাওয়া যাচ্ছে।
অর্থাৎ জোড় এবং বেজোড় সংখ্যার আয়াতের সূরাগুলোর সংখ্যা এবং তাদের সিরিয়াল নাম্বারের মধ্যে বিস্ময়কর ব্যালান্স খুঁজে পাওয়া যাচ্ছে। এবং এটি প্রমাণিত হচ্ছে পবিত্র কুরআনের সূরাগুলোর আয়াত সংখ্যা এবং তাদের সিরিয়াল নাম্বার আল্লাহর পক্ষ থেকে ঐশ্বরিকভাবে নির্ধারিত। কেননা শুধুমাত্র যে কোন একটি সূরার আয়াত সংখ্যা বা সিরিয়াল নাম্বারের পরিবর্তন হলে জোড়-বেজোড়ের এই ভারসম্য সম্পুর্ন ভেংগে পড়বে। গাণিতিক কুরআন
গাণিতিক কুরআন
Related Videos–
- সূরা ফাতিহায় লুকিয়ে থাকা প্রাইম নাম্বার।
- সূরা ইখলাসের গাণিতিক ব্যালান্স ।
- সূরা কাওসারের গাণিতিক প্যাটার্ন
Related Posts–
আলহামদুলিল্লাহ বাংলা ভাষাভাষীদের জন্য অসাধারণ একটা ওয়েবসাইট।আমি অনেকদিন ধরেই এরকম একটি ওয়েবসাইট খোঁজ করছিলাম।
আলহামদুলিল্লাহ সর্বশেষ পেয়ে গেলাম। ধন্যবাদ জানাই তাকে যিনি এত সুন্দর গবেষণা করে বিষয়টি আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা তিনার জ্ঞানে বরকত দান করুন।
alhamdulilla ,jajakallah
জাযাকাল্লাহু খায়রান, ভাই,
আপনার সুন্দর দু’আর জন্য।
ধন্যবাদ জানাই তাকে যিনি এত সুন্দর গবেষণা করে বিষয়টি আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা তিনার জ্ঞানে বরকত দান করুন।
আচ্ছা কুরআন নাজিল তো সূরাওয়াইস হয় নাই পরবর্তী তে সুরা হিসেবে সাজানো হয়েছে
হ্যা কুরান বিচ্ছিন্নভাবে নাযীল হয়েছে। ধারাবাহিকভাবে নয়। কিন্তু তারপরও কুরআনে অসংখ্য গাণিতিক প্যাটার্ণ আর গাণিতিক ব্যালান্স পাওয়া যায়, যা প্রমাণ করে কুরআন যে ডিভাইনলি আল্লাহর পক্ষ থেকে প্রিসার্ভড হয়েছে। এরকম অসংখ্য প্রমাণ এই ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে।