কুরআনের আয়াত সংখ্যা নিয়ে একটা বিতর্ক আছে। কিন্তু আমরা যদি কুরআন এনালাইসিস করি এবং কুরআনের প্রত্যকেটি সূরার আয়াত সংখ্যা যোগ করি তাহলে কুরআনের আয়াত সংখ্যা পাওয়া যায় ৬২৩৬ টি। কুরআনের আয়াত সংখ্যার রহস্য ! কুরআন ও গণিত কুরআনের আয়াত সংখ্যার রহস্য !
https://www.qurananalysis.com/ সহ আরও বেশ কয়েকটি সাইটের দেয়া তথ্য অনুযায়ী পবিত্র কুরআনের আয়াত সংখ্যা হচ্ছে ৬২৩৬ টি।
এই ৬২৩৬ সংখ্যাটি একটি মিরাকুলাস সংখ্যা! কারন এই সংখ্যাটির মধ্যে কুরআনের কোড ১৯ কে লুকায়িত রাখা হয়েছে।
আমরা জানি ১৯ সংখ্যাটি কোরআনের একটি লুকায়িত কোড। পবিত্র কোরআনের অনেক কিছুই ১৯ সংখ্যাটি দিয়ে পুরাপুরি ভাগ করে ফেলা যায়। যেমনঃ কোরআনের সূরার সংখ্যা ১১৪ টি ১৯ দিয়ে বিভাজ্য (১১৪/১৯= ৬), ” বিসমিল্লাহ-হির-রহমানির রাহীম” এ অক্ষর সংখ্যা ১৯টি ইত্যাদি। কিন্তু কুরআনের আয়াত সংখ্যার সাথে কি ১৯ এর কোন সম্পর্ক আছে?
সূরা মুদ্দাসসিরের ৩০ এবং ৩১ নং আয়াতে মহান আল্লাহ (৭৪ঃ ৩০-৩১) এই ১৯ সংখ্যাটির দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। কুরআনের আয়াত সংখ্যার রহস্য !
৭৪ঃ৩০ এ বলা হয়েছে–এর উপর নিয়োজিত আছে উনিশ । [সুরা মুদ্দাসসির – ৭৪:৩০]
এখন আমরা দেখব ৬২৩৬ সংখ্যটির মধ্যে কিভাবে ১৯ সংখ্যাটি লুকায়িত আছ–
৬২৩৬ সংখ্যাটির প্রত্যেক ডিজিটকে আগের ডিজিটের সাথে যোগ করি–
অর্থাৎ ০৬২৩৬=
০+৬= ৬
৬+২=৮
২+৩=৫
৩+৬= ৯
যোগ করার পর প্রাপ্ত ডিজিটগুলোকে পাশাপাশি বসালে পাওয়া যায়– ৬৮৫৯
এখন ৬৮৫৯= ১৯x১৯x১৯ বা ১৯ এর ট্রিপল!
তারমানে কুরআনের আয়াত সংখ্যা ৬২৩৬ এর মধ্যে ১৯ সংখ্যাটি প্রচ্ছন্ন ভাবে কোড করা হয়েছে, যা কুরআনের অনেক বিস্ময়ের মতই একটি গাণিতিক বিস্ময়।