কাবা ঘর এবং গোল্ডেন রেশিও
আমাদের প্রকৃতিতে গোল্ডেন রেশিও নামক একটি সংখ্যা বা অনুপাত আছে, যার মান হচ্ছে প্রায় ১.৬। গাছ, ফুল, ফল থেকে মানুষের দৈহিক আকৃতির সাথে গোল্ডেন রেশিও মিশে আছে। দেখা গেছে প্রকৃতির অনেক কিছুই গোল্ডেন রেশিও অনু যায়ী সাজান বলেই আমরা এবং আমাদের চারিদিকের প্রকৃতি দেখতে এত সুন্দর! কাবা ঘর এবং গোল্ডেন রেশিও
• গোল্ডেন রেশিও আসলে কি? একটা সরল রেখাকে অসমান দুইভাগ করলে, সেই সরল রেখার লম্বা- ভাগ আর ছোটভাগের অনুপাত যদি ১.৬ হয়, তবে তাকে গোল্ডেন রেশিও বলে।
আমাদের দেহের সাপেক্ষে উদাহরণ দিলে বিষয়টা আরো পরিষ্কার হবে। আমাদের হাতের লম্বা অংশ আর ছোট অংশের দৈর্ঘের অনুপাত হচ্ছ ১:১.৬। ঠিক একইভাবে আমাদের মুখ, পা সহ অন্যান্য অংগ-প্রত্যঙ্গের মধ্য গোল্ডেন রেশিও খুঁজে পাওয়া যায়।
প্রকৃতিতে গাছের শাখা-প্রশাখা, ফুলের পাতার সংখ্যা, শামুকের খোলশ এসব কিছুর মধ্যেই গোল্ডেন রেশিও খুঁজে পাওয়া যায়। যেমন- গাছের শাখা-প্রশাখা সাধারণত ১, ২, ৩, ৫, ৮, ১৩ এইভাবে বৃদ্ধি পায়। এই সংখ্যা গুলোকে ফিবনাক্কিনাম্বার (Fibonacci number) বলা হয়। আর ফিবনাক্কি নাম্বারও গোল্ডেন রেশিও অনুসরন করেই হয়। বেশীরভাগ ফুলের পাতার সংখ্যা ৩, ৫, ৮, ১৩ সংখ্যার হয়ে থাকে। ৫/৩= ১.৬, ৮/৫=১.৬, ১৩/৮=১.৬ 29 গ্যালাক্সির স্পাইরাল, শামুকের খোলশ, টর্নেডো, সূর্যমুখীফুল এসব কিছুই ১.৬ রেশিও অনুযায়ী হয়ে থাকে। কাবা ঘর এবং গোল্ডেন রেশিও
অর্থাৎ প্রকৃতির মধ্যে ১.৬ অনু পাতটি অতোপ্রতভাবে জড়িয়ে আছে অত্যন্ত বিস্ময়কর হচ্ছে যে মহান আল্লাহ প্রকৃতির মধ্যে গোল্ডেন রেশিও মিশিয়ে রেখেছেন, তিনিই পবিত্র কাবাঘরকে পৃথিবীর গোল্ডেন রেশিও পয়েন্টে রেখেছেন।
কিন্তু সেটা কিভাবে?
পবিত্র কাবাঘর মক্কা শহরে অবস্থিত। পৃথিবীর সাউথপোল বা দক্ষিণ মেরু থেকে মক্কা শহরের দূরত্ব হচ্ছে ১২,৩৯০ কিমি বা ৭,৬৯৮ মাইল এবং পৃথিবীর নর্থপোল বা উত্তর মেরু থেকে মক্কা শহরের দূরত্ব হচ্ছে ৭৬২৪ কিমি বা ৪৭৩৭ মাইল। কিলোমিটার বা মাইল যেভাবেই হিসাব করা হোক না কেন নর্থপোল এবং সাউথপোলের সাপেক্ষে মক্কা শহরের দূরত্বের অনু পাত হচ্ছে ১.৬! বা গোল্ডেন রেশিও! সাউথপোল আর নর্থপোল থেকে মক্কা শহরের দূরত্বের বিষয়টি যাচাই করতে চাইলে Google এ distance of makkah from south pole এবং distance of makkah from north pole লিখে সার্চ দিলেই ফলাফল পাওয়া যাবে।
১২,৩৯০ কিমি / ৭,৬২৪ কিমি = ১.৬ ৭,৬৯৮ মাইল/ ৪,৭৩৭ মাইল = ১.৬
পবিত্র মক্কা শহর গোল্ডেন রেশিও পয়েন্টে থাকাটা এটাই প্রমাণ করে যে, যেই মহান সত্তা আমাদেরকে আর আমাদের চারিপাশের প্রকৃতির স্রষ্ঠা, সেই মহান আল্লাহই মক্কায় অবস্থিত প্রথম ঘর-কাবারও স্রষ্ঠা
আরও পোস্ট-