পবিত্র কোরআনে ‘মানুষ’’ বা ‘আল ইনসান’ ٱلۡإِنسَـٰنَ নামক একটি সূরা আছে । এই সূরার আরেকটি নাম আদ-দাহর। এটি কোরআনের ৭৬ নং সূরা। এর আয়াত সংখ্যা ৩১টি। মানুষের জেনেটিক কোড, কুরআন
বিস্ময়কর ব্যাপার হচ্ছে এই সূরাটির নাম ‘মানুষ’ আবার এতে মানুষের ক্রোমোজোম নাম্বার কোডের আকারে প্রকাশ করা হয়েছে। আমরা জানি মানুষের ক্রোমোজোম ২৩ জোড়া বা ৪৬টি। মানুষের জেনেটিক কোড
২৩ হচ্ছে একটি মৌলিক বা প্রাইম সংখ্যা (Prime number)
এবং ৪৬ হচ্ছে একটি যৌগিক বা কম্পোজিট সংখ্যা (Composite number)।
সংখ্যার চার্টে ২৩ হচ্ছে ৯ম প্রাইম নাম্বার, এবং ৪৬ হচ্ছে ৩১তম কম্পোজিট নাম্বার।
২৩ হচ্ছে ৯ম প্রাইম নাম্বার |
৪৬ হচ্ছে ৩১তম কম্পোজিট নাম্বার |
— প্রাইম নাম্বার হচ্ছে সেই সব মৌলিক সংখ্যা যাদেরকে ১ এবং সেই সংখ্যাটি ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যেমনঃ ২ হচ্ছে প্রথম প্রাইম নাম্বার। ৩ হচ্ছে দ্বিতীয় প্রাইম নাম্বার, ৫ হচ্ছে তৃতীয় প্রাইম নাম্বার। অর্থাৎ ২,৩,৫,৭,১১,১৩… ইত্যাদি সংখ্যা । (উল্লেখ্য ১ সংখ্যাটিকে প্রাইম বা কম্পোজিট কোনটাই বিবেচনা করা হয় না)।
— কম্পোজিট নাম্বার হচ্ছে সেই সব যৌগিক সংখ্যা যাদেরকে ১ ছাড়াও অন্য আরেকটি সংখ্যা দিয়ে ভাগ করা যায়। যেমনঃ ৪ হচ্ছে প্রথম কম্পোজিট নাম্বার। ৬ হচ্ছে দ্বিতীয় কম্পোজিট নাম্বার, ৮ হচ্ছে তৃতীয় কম্পোজিট নাম্বার। ৪,৬,৮,১০,১২,১৪…ইত্যাদি সংখ্যা।
১। ‘আল-ইনসান’ সুরার প্রথম এবং দ্বিতীয় আয়াতে ‘মানুষ’ শব্দটি আছে। খেয়াল করলে দেখা যাবে প্রথম আয়াতে মানুষ বা ٱلۡإِنسَـٰنَ শব্দটি ঠিক ৯ম স্থানে আছে। অর্থাৎ ٱلۡإِنسَـٰنَ বা মানুষ শব্দের আগে ৮টি হরফ আছে। আর মজার ব্যাপার হচ্ছে ২৩ সংখ্যাটি হচ্ছে ৯ম প্রাইম নাম্বার। মানুষের জেনেটিক কোড
মানুষের উপর এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না।
২। ঠিক একই ভাবে ২য় আয়াতেও মানুষ বা ٱلۡإِنسَـٰنَ শব্দটি ঠিক ৯ম স্থানে আর ২৩ সংখ্যাটি হচ্ছে ৯ম প্রাইম নাম্বার।
আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্র বিন্দু থেকে, এভাবে যে, তাকে পরীক্ষা করব অতঃপর তাকে করে দিয়েছি শ্রবণ ও দৃষ্টি শক্তি সম্পন্ন।
৩। ‘মানুষ’ শব্দটি প্রথম আর দ্বিতীয় আয়াতে এসেছে আর এই দুই আয়াতে মোট ২৩টা আলাদা আলাদা আরবী অক্ষর আছে (Non repeated letters)। আর আরবী ভাষায় হরফ সংখ্যা মোট ২৮টি ।
৪। ‘আল-ইনসান’ বা ‘মানুষ’ সূরার আয়াত সংখ্যা মোট ৩১টি। আর আগেই বলেছি মানুষের ক্রোমোজোম ৪৬ হচ্ছে ৩১ তম কম্পোজিট নাম্বার!
তারমানে প্রথম আয়াতে ‘মানুষ’ শব্দটি আছে ৯ম স্থানে, দ্বিতীয় আয়াতেও ‘মানুষ’ শব্দটি আছে ৯ম স্থানে। ২৩ হচ্ছে ৯ম প্রাইম নাম্বার। আবার এই দুটি আয়াতে Non repeated letters আছে ২৩টি! ‘আল-ইনসান’ সূরা আয়াত সংখ্যা ৩১টি আর ৪৬ হছে ৩১তম কম্পোজিট নাম্বার!! অর্থাৎ প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বার আকারে বারবার মানুষের ক্রোমোজোম সংখ্যার সাথে মিলে যাচ্ছে। সত্যিই বিস্ময়কর! মানুষের জেনেটিক কোড
Related videos-


One thought on “আল ইনসান সুরার মধ্যে লুকিয়ে থাকা মানুষের জেনেটিক কোড!”